পাট থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সুসংবাদ ঢাবির একদল গবেষকের

|

মানবদেহে যখন অ্যান্টিবায়োটিক কাজ না করার ভয়ানক সংবাদ জানাচ্ছেন চিকিৎসকরা ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দিলেন নতুন এক অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সংবাদ যা মানবদেহে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করার নতুন দ্বার উন্মোচন করেছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে। এখন শুধু মানবদেহে ট্রায়ালের পর বৃহৎ উৎপাদনে যাওয়ার অপেক্ষা।

মানবদেহে কাজ করছে না অ্যান্টিবায়োটিক যা বৈজ্ঞানিক ও চিকিৎসকদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। সুপার বাগ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ব্যর্থ হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান রয়েছে ভয়াবহ দুশ্চিন্তায়।

ঠিক সেই সময় বাংলাদেশের একদল গবেষক দিলেন সুখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে একদল গবেষক পাট থেকে আবিষ্কার করলেন একধরনের নতুন ব্যাক্টেরিয়া। যা তৈরি করবে এন্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি; মেরে ফেলবে অন্য ব্যাক্টেরিয়া। এটি কাজ করবে অ্যান্টিবায়োটিকের মত।

এই নতুন আবিষ্কারকে এখন মানবদেহে পরীক্ষার জন্য নিতে হবে পরবর্তী প্রস্তুতি। সফল হলে যাওয়া যাবে বৃহৎ উৎপাদনে।

গবেষকরা জানালেন, প্রচুর ফান্ডের ব্যবস্থা না হলে এই গবেষণা চালিয়ে নেয়া কঠিন হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply