২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রাক্কলিত বাজেট অনুমোদিত

|

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

গত ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এবারের বাজেট ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা (বা শতকরা ৭.১২ ভাগ) বেশি।

বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

এছাড়াও এই বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply