শনিবার থেকে সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন

|

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হটস্পট কয়েক জেলায় বিধিনিষেধ আরোপ হয়েছে। শনিবার থেকে সাতক্ষীরায় শুরু হবে ৭ দিনের কঠোর লকডাউন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে সাত দিনের সর্বাত্মক লকডাউন। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে বিশেষ নির্দেশনা। নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট ও মার্কেট। জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরণের যানচলাচলও নিষিদ্ধ করা হয়েছে। তবে নানা অজুহাতে ঘর থেকে বেরোচ্ছে মানুষ। দূরপাল্লার গাড়ি না চললেও ছোট যানবাহনের দখলে সড়ক-মহাসড়ক।

এদিকে, করোনার সংক্রমণ রোধে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানায় কাল থেকে ৭ দিন বন্ধ থাকবে মার্কেট ও দোকানপাট। চুয়াডাঙ্গায় একটি ইউনিয়নে ৭টি গ্রাম লকডাউন করা হয়েছে। নতুন ৭ হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে চলছে দ্বিতীয় সপ্তাহের লকডাউন। পাশের জেলা রাজশাহীতে আজ থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply