রাবিতে পরীক্ষা হচ্ছে সশরীরে, হল খোলার সিদ্ধান্ত হয়নি

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে স্থগিত হওয়া পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ জুন থেকে।আর ২০২০ সালের পরীক্ষা শুরু হবে আগামী ৪ জুলাই। সেক্ষেত্রে বিভাগীয় একাডেমিক কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কোন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি নির্ধারণ করবে। অবশ্য পরীক্ষার্থীকে সশরীরে কেন্দ্রে এসে পরীক্ষা অংশ নিতে হবে। পরীক্ষার বিষয় চূড়ান্ত হলেও হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১ টায় রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান ও ইন্সটিটিউটের পরিচালকদের সভায় এসব সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply