কমবে কৃষিজাত পণ্য উৎপাদনের খরচ

|

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য সুখবর। কমেছে কৃষি উপকরণ কেনার খরচ। বেশ কয়েকটি কৃষি উপকরণের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেয়া হয়েছে।

কৃষি যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানি) ও উইনোয়ার (ঝাড়াইকল) আমদানিতে আগাম কর অব্যাহতি দেয়া হয়েছে।

কৃষি খাতের প্রধান উপকরণগুলো বিশেষ করে কীটনাশক, সার ও বীজ আমদানিতে শূন্য শুল্কহার অব্যাহত রাখা হয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় প্রধান প্রধান খাদ্যদ্রব্যের ওপর বিদ্যমান শূন্য শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বাজেটে গাজর ও মাশরুম আমদানিতে শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply