করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে প্রশাসন মাঠে

|

বাসে ঘুমন্ত হেলপারকে কুপিয়ে হত্যা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানায় আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন।

আজ শুক্রবার (৪ জুন) সকাল থেকেই মহানগরীর এই তিন থানায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ এমনিতেই বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এরপরও ওষুধ ও নিত্যপণ্য ছাড়া অন্যান্য দোকানপাট খোলা দেখলে তা বন্ধ করে দিচ্ছে পুলিশ।

এদিকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ লকডাউন। তবে, নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে অনেক ছোটো যানবাহন। এছাড়া, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে অনেককে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply