ভোলায় সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকসহ ২ জনের মৃত্যু

|

ভোলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে বিষক্রিয়ায় বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু ব্যাপারীর ছেলে আব্দুল মালেক এবং একই এলাকার কালু মিয়ার ছেলে জসিম। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে নিজের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংকে নামেন আব্দুল মালেক। তার সঙ্গে ভেতরে ঢোকেন জসিমও। এ সময় বিষাক্ত গ্যাসক্রিয়ায় দুজনই অসুস্থ হয়ে পড়েন। তাদের বাঁচাতে শাহাবুদ্দিন ও কবিরও ভেতরে ঢুকলে সবাই বিষাক্ত গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে সেখানে দুজনের মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আমানুল্লাহ্ জানান, সেপটিক ট্যাংকে গ্যাসক্রিয়ায় অসুস্থ চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে আব্দুল মালেক ও মো. জসিম মারা যান। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply