১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য

|

যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিলো দেশটির ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার আসে এ ঘোষণা।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেনের ভ্যাকসিন ও ইমিউনাইজেশন বিষয়ক যৌথ কমিটি।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে এরইমধ্যে এই বয়সীদের ওপর করোনা ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে।

ব্রিটেনের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে উন্নত দেশগুলোর এমন সিদ্ধান্তে বিশ্বের অন্য দেশগুলোর ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকা অনুদানে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply