‘২০ তারিখের পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন দিয়ে ট্রেন চলতে দেওয়া হবে না’

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আগামী ২০ তারিখের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের উপর দিয়ে কোনো প্রকার ট্রেন চলাচল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন দ্রুত চালু ও যোগাযোগ পুনঃস্থাপনের দাবীতে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধনে এমন হুশিয়ারি দেয়া হয়।

রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের যোগযোগ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। এখানে কোনো ট্রেন থামছে না। ফলে জেলার ৩০ লাখেরও বেশ মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে রয়েছে।

এমন পরিস্থিতিতে অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংস্কার করে রেল যোগযোগ পুনঃস্থাপনের দাবি জানানো হয়। অন্যথায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে তারা রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে গত ২৬ মার্চ হেফাজতের তান্ডব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগের শিকার হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply