রংপুরে জন্ম নিলো প্যারাসাইটিক টুইন

|

রংপুর মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগে তিন দিন বয়সী সংযুক্ত যমজ শিশুকে ভর্তি করা হয়েছে। যাদের দেখে কেউ কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন, হয়তো এখানে একটি শিশু, যার চার হাত ও চার পা। তবে চিকিৎসকরা জানিয়েছেন এরা মূলত সংযুক্ত অবস্থায় থাকা জমজ শিশু।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাবলা মিয়ার স্ত্রী রুনা লায়লা বেগম বৃহস্পতিবার দুপুরে কাহারোলের একটি ক্লিনিকে ওই শিশুযুগলকে প্রসব করেন। সেখান থেকে শুক্রবার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সার্জারি ওয়ার্ডে নেয়া হয়েছে।

সংযুক্ত শিশু দুটির মধ্যে একটি পূর্ণাঙ্গ, অপরটি অপূর্ণাঙ্গ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় প্যারাসাইটিক টুইন। চিকিৎসকরা জানান, পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি সম্ভব হয় রংপুরেই অস্ত্রোপচার করা হবে, না হলে ঢাকায় পাঠানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply