বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় নিহত ১৩২

|

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৩২ জনের। গত শনিবার (৬ জুন) উত্তরাঞ্চলীয় এক গ্রামে হয় এ ঘটনা।

ইয়াঘা প্রদেশের সোলহান নামের গ্রামটিতে রাতভর চলে সন্ত্রাসীদের তাণ্ডব। জ্বালিয়ে দেয়া হয় বাড়িঘর, স্থানীয় বাজার। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জড়িতদের সন্ধানে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। শতাধিক মৃত্যুতে ঘোষণা করা হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তরক্ষীদের উপস্থিতিতেও বুরকিনা ফাসোয় প্রায় নিয়মিতই হয় এ ধরনের হামলা। যার সাথে সাধারণত ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা থাকে। সন্ত্রাস বিরোধী অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করে ফ্রান্সের সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply