ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের ধাক্কায় বরের মৃত্যু

|

এক ফোনে কথা বলতে বলতে, অপর ফোনে মেসেজ চালাচালি করতে করতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বিয়ের দিন প্রাণ হারালেন এক প্রকৌশলী।

ভারতের উত্তর প্রদেশের বেরেলি’র নিকটবর্তী নন্দোসী গ্রামে রোববার এই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

নিহতের বোন জামাই জানান, ঘটনার দিনই বিয়ে হওয়ার কথা ছিল নরেশের। বাড়ির ৫০ মিটারের মধেই রেললাইন। এক ফোনে কথা বলতে বলতেই অপর ফোনে মেসেজ পাঠাচ্ছিল। ওই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল রাজ্যরানি এক্সপ্রেস । ফোনে নিয়ে ব্যস্ত থাকায় ট্রেনের শব্দ শুনতে পায়নি সে। জীবনের সবচেয়ে আনন্দঘন দিনটিতে এমন মর্মান্তিক পরিণতি ঘটবে এমনটি কেউ দুঃস্বপ্নেও ভাবেনি।

স্থানীয় থানার রেল স্টেশনের কর্মকর্তা জানান, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন মৃত নরেশ পাল। দুই ফোন নিয়ে তিনি ব্যস্ত থাকা অবস্থায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

বরেলি শহরের পুলিশ সুপার রোহিত সিংহ সাজওয়ান জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মহত্যা নয়, তিনি দুর্ঘটনায় মারা গেছেন। আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply