আটকের পর ছেড়ে দেয়া হয়েছে আল জাজিরার সাংবাদিককে

|

আটকের পর ছেড়ে দেয়া হয়েছে আল জাজিরার সাংবাদিককে

আটকের পর ছেড়ে দেয়া হয়েছে আল জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরাকে।

শনিবার পূর্ব জেরুজালেমের কাছে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় তাকে আটক করে ইসরায়েলি পুলিশ। এ সময় তার সাথে থাকা ক্যামরাসহ বেশ কয়েকটি যন্ত্র ভেঙ্গে ফেলে নিরাপত্তা বাহিনী।

পরে গিভেইরিকে নেয়া হয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। অবশেষে মুচলেকের বিনিময়ে তাকে মুক্তি দেয় ইসরায়েল। আগামী ১৫ দিন শেখ জাররা-তে যাবেন না, এই শর্তে মুক্তি পান গিভারা বুদেইরি।

মুক্তির পর তিনি জানান, পুলিশ হেফাজতে তার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। গেল মাসে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হয় আল-জাজিরা কার্যালয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply