১৬ জুন পর্যন্ত বাড়লো চলমান বিধিনিষেধ

|

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিস্থিতি অনুযায়ী জেলা প্রশাসকরা লকডাউনের সিদ্ধান্ত নিবেন।

আজ রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়।

এর আগে গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। এর পর বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়। সেই হিসেবে আজ চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল।

সারাদেশে গত ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। সেই বিধিনিষেধ আরও দুদিন চলার পর ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারও বিধিনিষেধ বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধ বাড়িয়ে ১৬ মে এবং পরবর্তীতে তা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। তারপর ৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয় বিধিনিষেধ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply