বিশ্বে কিছুটা কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

|

বিশ্বে কিছুটা কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

বিশ্বে ধীরে হলেও কমছে করোনাভাইরাসের প্রকোপ। দিনে সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হলো মহামারিতে। তবে মোট প্রাণহানি ৩৭ লাখ ৪৪ হাজারের কাছাকাছি।

রোববার ৮৬৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করলো ব্রাজিল। লাতিন দেশটিতে এদিন ৪০ হাজারের কাছাকাছি মানুষের দেহে শনাক্ত হয় করোনা। এক সপ্তাহের ব্যবধানে দিনে আবারও সর্বনিম্ন ১৬৪ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র।

এদিকে গত ২৪ ঘণ্টায় মার্কিন মূলুকে সাড়ে ৬ হাজারের মতো মানুষের শরীরে মিললো ভাইরাসটি। যা দীর্ঘ ১৫ মাস পর রেকর্ড। তবে কলম্বিয়ায় ৫৩৯ জনের মৃত্যু হয় এদিন। অপর লাতিন দেশ আর্জেন্টিনাও রেকর্ড করে ৩৪৭ জনের প্রাণহানি। এদিন বিশ্বের সোয়া তিন লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয় সংক্রমণ। মোট শনাক্ত ১৭ কোটি ৪০ লাখের ওপর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply