বোকো হারামের প্রধান আত্মহত্যা করেছেন?

|

‘আত্মহত্যা করেছেন’ বোকো হারামের শীর্ষ নেতা

নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারাম প্রধান আবুবকর শেকু মারা গেছেন বলে দাবি তার প্রতিদ্বন্দ্বী জঙ্গগোষ্ঠীর। রোববার এক অডিও বার্তায় এ দাবি করে অঞ্চলটিতে সক্রিয় আইএস।

প্রতিদ্বন্দ্বী জঙ্গিগোষ্ঠীর দাবি, যুদ্ধক্ষেত্রে ধরা পড়ায় শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় শেকু। অডিও বার্তার কণ্ঠ অঞ্চলটিতে সক্রিয় আইএসের শীর্ষ নেতা আবু মুসাব আল বার্নাবির। তিনি জানান, হাইকমান্ডের নির্দেশে শেকুকে খুঁজে বের করেন তারা। কিন্তু বশ্যতা স্বীকারের পরিবর্তে আত্মহত্যা করেন তিনি।

গেলো মাসেও বোকো হারামের শীর্ষ নেতার মৃত্যুর গুজব রটে। তবে জঙ্গি সংগঠনটি বা নাইজেরিয়ার সরকার এখনো খবরটি নিশ্চিত করেনি।

সেনাবাহিনী জানিয়েছে, দাবির সত্যতা খতিয়ে দেখছে তারা। নাইজেরিয়ায় ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বোকো হারাম; ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ২০ লাখ মানুষকে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply