চীনে কলেজ প্রবেশিকা পরীক্ষায় ১ কোটিরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ

|

করোনা নির্দেশিকা মেনে চীনে এক কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নিলো বার্ষিক কলেজ প্রবেশিকা পরীক্ষায়। আজ চীন জুড়ে অনুষ্ঠিত হলো এ প্রতিযোগিতামূলক পরীক্ষা।

প্রতিবছর জাতীয় কলেজে ভর্তির জন্য এ পরীক্ষায় বসে চীনের লাখ লাখ শিক্ষার্থী। হয় তুমুল লড়াই। এবারের পরীক্ষা উপলক্ষে এর আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেওয়া হয় সতর্কব্যবস্থা।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন কেন্দ্র নিশ্চিতে বিশেষ কর্মতৎপরতা নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এবারও শিক্ষার্থীদের করোনা নির্দেশিকা মেনেই বসতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে। এসব কেন্দ্র তদারকের দায়িত্ব পালন করেছে লাখো পরিদর্শক।

চীনে ‘গাওকাও’ নামে পরিচিত পরীক্ষাটি ভবিষ্যৎ পেশা নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply