২-০ তে হারলো বাংলাদেশ, ভারতবধের স্বপ্ন আরও পেছালো

|

বাংলাদেশের ভারতবধের স্বপ্ন এবারের মতো অপূর্ণই থেকে গেলো। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলের বিপরীতে বাংলাদেশের শূন্য। ৭৯ মিনিটে বাংলাদেশি গোলকিপারকে অতিক্রম করে প্রথম গোলটি করেন সুনীল। এরপর ৯২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি।

বাংলাদেশ যেন বলই পায়নি আজ। ৭৩ শতাংশ বল দখলে ছিল ভারতের আর বাংলাদেশেরে ছিলো ২৭ শতাংশ। জামালরা প্রথমার্থে শট নিয়েছে মোটে ৩টি আর পরে আরও আকেটি। বিপরীতে ভারত প্রথমার্ধে নিয়েছে ৬টি এবং মোট ১৬ টি।

ভারত ৪টি কর্নার পেলেও বাংলাদেশ কোনো কর্নারও পায়নি প্রথমার্ধে। পরে অবশ্য বাংলাদেশ দুটি কর্নার পেয়েছে। তবে ভারত ততক্ষণে মোট ৯টি কর্নার থ্রো করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশ প্রথমার্ধেই ২টি হলুদ কার্ড দেখেছে। পরে আবার ২টি। ভারত প্রথমোর্ধে একটিও দেখেনি। অবশ্য শেষার্ধে একটি হলুদ কার্ড দেখেছে তারাও।

অতীতে ভারত বাংলাদেশ সাক্ষাতের ২৯টি ম্যাচের ১৫টিতে ভারত জিতেছে। বাংলাদেশ জিতেছে মোটে ২টিতে। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছিলো। সবশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এরপর ১৮ বছর হলো ভারতবধের। ভারতকে হারানোর স্বপ্ন আজও পূরণ হলো না।

এই জয়ে এশিয়ান কাপ পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাড়লো ভারতীয়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply