হত্যা মামলার ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

|

হত্যা মামলার ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

ফাইল ছবি।

১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে এ মামলার মূল আসামি মারা যাওয়ায় তার আপিল বাদ দেয়া হয়। তবে যাবজ্জীবন প্রাপ্ত মূল আসামি নুরুল এর আগেই মারা গেছেন।

নওগাঁ জজ কোর্ট ১০ জুলাই ২০০৫ মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন, সেই সাথে বাকী ১৮ জনকে যাবজ্জীবন দেয়া হয়। হাইকোর্ট ২৮ নভেম্বর ২০১১, নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন৷ বাকী ১৮ জনের সাজাও বহাল থাকে। সেই মামলারই সব আসামীকে ২৭ বছর পর খালাস দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply