প্রযুক্তি ব্যবহার করে গড়ে ওঠা নতুন নতুন স্টার্টআপকে উৎসাহ দিচ্ছে সরকার: পলক

|

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গড়ে ওঠা নতুন নতুন স্টার্টআপকে উৎসাহ দিচ্ছে সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী জানান, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের পৃষ্ঠপোষকতা করছে সরকার। এসব খাতে করা হচ্ছে বিনিয়োগ। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ নিয়ে অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের উৎসাহিত করতে এ উদ্যোগটি নেয়া হয়েছে।

গ্র্যান্টের জন্য ৭ হাজারের বেশি দেশি-বিদেশি স্টার্টআপ আবেদন করেছে। বাছাই করা ৭৫টি স্টার্টআপ নিয়ে রিয়ালিটি শো শেষে ৩৬ জনকে ১০ লাখ টাকা করে দেয়া হবে। ফাইনালে সেরা স্টার্টআপ পাবে এক লাখ ইউএস ডলার। ১২ জুন থেকে এই বুটক্যাম্প শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply