সু চির বিরুদ্ধে আবারও দুর্নীতি মামলা

|

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

মিয়ানমারের দুর্নীতি দমন কমিশন জানায়, একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা হয়ে সেই প্রতিষ্ঠানের জায়গা অপব্যবহার করেছেন তিনি। এমন অভিযোগে রাজধানী নেইপিদোর একটি থানায় মামলা করা হয়।

রাষ্ট্রীয় আইনজীবীরা জানিয়েছেন, আদালতে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে সেনা বাহিনীর হাতে আটক ৭৫ বছর বয়সী এই নেত্রীর।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে গৃহবন্দি করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply