নোয়াখালী পৌরসভাসহ ৬ ইউনিয়নে লকডাউন বাড়লো

|

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬ ইউনিয়নে চলমান লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। এর আগে ৫ জুন ভোর ৬টা থেকে আজ ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল জেলা করোনা প্রতিরোধ কমিটি। আরও এক সপ্তাহ বাড়ার ঘোষণা আসায় চলমান লকডাউন ১৮ জুন পর্যন্ত বহাল থাকবে।

লকডাউন ঘোষিত এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদির হানিফ, বিনোদপুর, নোয়াখালী, অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৪০৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনাক্তের হার ২৩.৮২ শতাংশ।

নোয়াখালী পৌরসভাসহ ৬ ইউনিয়নে চলা লকডাউনের ৭ম দিনে সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply