খুলনায় রোববার থেকে ৫টার পর দোকানপাট বন্ধ থাকবে

|

খুলনায় আগামী রোববার (১৩ জুন) থেকে এক সপ্তাহের জন্য বিকাল ৫টার পর থেকে সকল ধরনের দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ওষুধ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ৫টার পর খোলা রাখা যাবে।

এছাড়াও শহরের বাইরে থেকে আসা ইজিবাইকসহ ছোট ছোট গণপরিবহন শহরে প্রবেশ করতে দেয়া হবে না। একই সাথে শহরের মধ্যে প্রতিদিন অর্ধেক সংখ্যক গণপরিবহন চলাচল করতে অনুমতি দেওয়া হবে।

খুলনায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় আরও বেশিসংখ্যক করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতালের শয্যা, চিকিৎসক, সেবিকাসহ লোকবল ও যন্ত্রপাতি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ের সাথে দ্রুত যোগাযোগের ব্যাপারেও আলোচনা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply