৩ বছরের শিশুকে বাঁচালো ১৬ কোটি রুপির ইনজেকশন

|

ভারতের হায়দরাবাদ রাজ্যে বিরল ‘স্পাইনাল মাসকুলার এট্রোফি’ রোগে ভোগা তিন বছর বয়সী এক শিশুকে বাঁচাতে পুশ করতে হয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন। জোলগেনসমা নামের এই ইনজেকশন কিনতে ৩ বছর বয়সী আয়াশের বাবা-মাকে সংগ্রহ করতে হয়েছে ১৬ কোটি ভারতীয় রুপি। যার পুরোটাই এসেছে মানুষের অনুদান থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিশাল অঙ্কের এই অর্থ জোগাড় করতে সাড়ে তিন মাস ধরে ভারতের ৬৫ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে অনুদান নেওয়া হয়। অর্থ জোগাড়ের পর গত ৮ জুন যুক্তরাষ্ট্র থেকে ওষুধটি আমদানি করা হয়। ওষুধটি আনার ক্ষেত্রে মানবিক বিবেচনায় ভারতীয় শুল্ক বিভাগ প্রায় ৬ কোটি রুপি শুল্ক মওকুফ করে।

গত ৪ ফেব্রুয়ারি আয়াশের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের রোগ ও উচ্চ চিকিৎসা ব্যয়ের কথা জানিয়ে সাহায্য প্রার্থনা করেন। তার সেই পোস্ট দেখে আয়াশকে বাঁচাতে এগিয়ে আসেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি এবং তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা, ইমরান হাশমি, অর্জুন কাপুরসহ অসংখ্য তারকা ও সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply