২১ গুণীজনকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

|

নিজেদের গৌরব গাঁথা নিজেদেরই সংরক্ষণ ও প্রচার করতে হবে। এজন্য ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দেশের ভাষা ও ইতিহাস ধরে রাখতে হবে। এর আগে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ গুণীজনকে ২০১৮’র একুশে পদকে সম্মানিত করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৪ জনকে দেয়া হয়েছে মরণোত্তর সম্মাননা। তাঁরা হচ্ছেন- ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরহুম আ. জা. মা. তকীউল্লাহ’র সাথে পদক পেয়েছেন , অভিনয়ে- হুমায়ুন ফরিদী, গবেষণায়- প্রফেসর জুলেখা হক ও ভাষা সাহিত্যে- খালেকদাদ চৌধুরী।

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য জীবিতদের মধ্যে একুশে পদক পেয়েছেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। এছাড়া,  ভাষা-সাহিত্যে ৫ জন, শিল্পকলার সংগীত বিভাগে ৫ জন, নৃত্য, নাটক, চারুকলা ও আলোকচিত্রে একজন করে পান একুশে পদক। সাংবাদিকতায় রণেশ মৈত্র, অর্থনীতিতে ড. মইনুল ইসলাম এবং সমাজসেবায় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে দেয়া হয় সম্মাননা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply