চাকরির বয়সসীমা ৩২ করার দাবি নিয়ে শাহবাগে মানবন্ধন

|

করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চাকরির বয়সসীমা ৩২-এ উন্নীত করার দাবি জানিয়েছে প্রত্যাশীরা।

বিকেলে রাজধানীর শাহবাগে এ নিয়ে মানববন্ধন করে সরকারি চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় শিক্ষার্থীরা ২ বছর পিছিয়ে গেছে। তাই প্রণোদনাস্বরূপ চাকরির বয়সসীমা ৩২ করা উচিত।

শিক্ষার্থীরা বলছেন, দেশে আইন করে অবসরের বয়সসীমা বাড়ানো হলে চাকরির বয়সসীমাও বাড়ানো উচিত। তাছাড়া, করোনার কারণে সারাদেশের চাকরিখাতে নিয়োগের পরিমান ৮৭ ভাগ থেকে মাত্র ১৩ ভাগে নেমে এসেছে। তাই বেকারত্বের হার বেড়েছে ২০ ভাগ থেকে ৩২ ভাগ।

এসব কারণ উল্লেখ করে অবিলম্বে এ নিয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply