ইউরোতে মাঠে গড়াচ্ছে ৩টি ম্যাচ

|

ইউরোতে আজ রয়েছে ৩টি ম্যাচ যেখানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওয়েলস লড়বে সুইজারল্যান্ডের সাথে। বি গ্রুপের দুই ম্যাচে রাত ১০টায় ডেনমার্কের প্রতিপক্ষ ফিনল্যান্ড আর রাত ১টায় বেলজিয়ামের খেলা রাশিয়ার সাথে। যেখানে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশানদের বিপক্ষে বেলজিয়াম পাচ্ছে না কেভিন ডি ব্রুইনা আর উইটসেলকে।

রাশিয়া কখনোই হারাতে পারেনি ফিফার বর্তমান র‍্যাঙ্কিংয়ে এ শীর্ষ দল বেলজিয়ামকে। ৭ ম্যাচে মাত্র দু’ বার ড্র করতে পেরেছে রাশানরা। তাই জয় নিয়ে এবারের ইউরো শুরুর ভাবনা রবার্তো মার্টিনেজের শিষ্যদের।

অবশ্য ইনজুরি হানা দিয়েছে রেড ডেভিল শিবিরে। দলের মেইন ম্যান কেভিন ডি ব্রুইনাকে ছাড়াই নামতে হচ্ছে তাদের। এর সাথে পাওয়া যাবে না উইটসেলকেও। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ মার্টিনেজ।

রবার্তো মার্টিনেজ বলেন, গেলো ৩ বছর ধরে আমরা দল হিসেবে বেশ নিয়মিত ছিলাম। শুধু বিশ্বকাপটাই জেতা হয়নি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার ইউরোতেও সাফল্য এনে দিতে চাই। প্রথম ম্যাচে কেভিন-উইটসেলের না থাকাটা দলে প্রভাব ফেললেও, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

বিপরীতে বিশ্বকাপের চমক ইউরোতেও দেখাতে চায় রাশিয়া। যেখানে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে রুখে দেয়া সম্ভব বলে মনে করেন কোচ স্তানিস্লাভ শেরশেসভ। তিনি বলেন, ডি ব্রুইনা না থাকাটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার। প্রস্তুতি ভালোই হয়েছে। এখন শুধু মাঠে এর প্রতিফলন দেখাতে হবে। এবার আমরা বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম জয়টা তুলে নিতে চাই।

বি গ্রুপেরই আরেক ম্যাচে ডেনিশদের বিপক্ষে মাঠে নামবে ফিনল্যান্ড। ডেনিশদের হারানোর কোন রেকর্ড নেই ফিনিশদের। ৮ ম্যাচের ৬টিতেই জয় ডেনমার্কের, বাকী দুই ম্যাচ হয়েছে ড্র। পরিসংখ্যান অনুযায়ী তাই এগিয়ে থাকছে ডেনমার্ক।

এর আগে সন্ধ্যা ৭টায় এ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে হারাতে মড়িয়া ওয়েলস। যেখানে গ্যারেথ বেলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্যান জেমস থাকতে পারেন আক্রমণভাগে। আর এ্যারন রামসেকে হয়তো ফলস নাইন হিসেবে খেলাবেন কোচ রবার্ট পেজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply