দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা বলে কিছু নেই: ফখরুল

|

দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির এক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ছাড়া সরকার আর কিছুই বোঝে না। করোনা মহামারিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যে খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সরকার তা করছে না। ফ্যাসিবাদের কবলে পড়ে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দল গোছাতে গ্রুপিং বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply