এয়ারপোর্টের পাশের হোটেল থেকে শতাধিক মরা মুরগি জব্দ

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একমাত্র অনুমোদিত খাবার হোটেল থেকে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় মরা মুরগি রান্না করে বিক্রির অভিযোগে ওই হোটেলের ৭ জনকে আটক করা হয়।

বিকেলে কার্গো ভিলেজ সংলগ্ন হোটেলটিতে সরবরাহের সময় ট্রাকসহ শতাধিক মরা মুরগি আটকের ঘটনা ঘটে। আমিন মোহাম্মদ গ্রুপের কনসার্ন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেড হোটেলটি পরিচালনা করছে।

স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটি আটক করে হোটেলে অভিযান চালায়। সেখান থেকে ম্যানেজারসহ ৭ জনকে আটক করলেও বহনকারী ট্রাক চালক পালিয়ে যায়।

ভুক্তভোগিদের অভিযোগ, শনিবার কাস্টমস হাউজ বন্ধ থাকার সুযোগে হোটেলে মরা মুরগি গুলো কিনে আনা হয়। এছাড়াও হোটেলটি দীর্ঘদিন ধরে মরা মুরগি বিক্রি করে আসছে বলেও অনেকে সন্দেহ প্রকাশ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply