নোয়াখালীতে লকডাউন এলাকায় অবাধ যাতায়াত, প্রশাসন নির্বিকার

|

নোয়াখালীর লকডাউনে থাকা এলাকা থেকে মানুষ অবাধে যাতায়াত করছে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর সদরে। এতে লক্ষ্মীপুরেও বাড়ছে সংক্রমণ ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, দুই জেলার এই অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তৎপরতা নেই।

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা এবং সদরের নেয়াজপুর, অশ্বদিয়া, বিনোদপুরসহ ৬ ইউনিয়নে চলছে বিশেষ লকডাউন। দোকানপাট বন্ধসহ যান চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

লকডাউন ঘোষিত এসব এলাকার পাশেই লক্ষ্মীপুর সদরের চরশাহী, চন্দ্রগঞ্জ ও কুশাখালী ইউনিয়ন। স্থানীয়রা জানায়, পাশের জেলার লকডাউনে থাকা এলাকা থেকে অবাধে প্রবেশ করছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে হাট-বাজারগুলোতে রয়েছে মানুষের অবাধ চলাফেরা।

তবে সংক্রমণ ঝুঁকি বিবেচনায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ বাড়ছে। জেলায় এপর্যন্ত ৩ হাজারের বেশে মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply