কুড়িগ্রামে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

|

রাজধানীতে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত

উত্তরের জনপদ কুড়িগ্রামে দিনদিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোররাও। হঠাৎ করে এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছে বিশিষ্টজনরা। জেলা পুলিশের তাগিদে
সামাজিকভাবে এই সমস্যা মোকাবেলার জন্য চলছে নানা সচেতনতামূলক কার্যক্রম।

পুলিশের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৭টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের থাবা। এছাড়াও চলমান করোনাকালের প্রভাব রয়েছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নীলু জানায়, এই জেলার প্রেক্ষাপটে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ দরিদ্রতা। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পরিবার এর মতো মানসিক বিকাশের জায়গাগুলো এখানে খুবই দুর্বল। একারণেই এই সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানায়, আমরা চেষ্টা করছি সকলের মাঝে সচেতনতা তৈরি করতে। আত্মহত্যা যে কোন সমাধান নয় তা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। তবে কেউ প্ররোচনা দিলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply