নিজেদের প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

|

ইরানে উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটি যথেষ্ট পরিমাণ টিকা আমদানি করতে পারছে না, এমন অবস্থায় কোভইরান নামের টিকাটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানায় মার্কিন বার্তা সংস্থা এপি।

ইরানে কোভিড-১৯ এর প্রভাব মারাত্মক আকার ধারণ করলেও মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে যে পরিমাণ টিকা আমদানি করতে সক্ষম হয়েছে তা দিয়ে দেশটির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, সরকারের এসব উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী (১৪ জুন) সায়িদ নামাকি জানায়, গত ডিসেম্বর থেকে নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা চলতে থাকা ইরানি ভ্যাকসিন কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এই টিকা উদ্ভাবন করেছে।

টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রী নামাকি। কিউবার সঙ্গে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply