বইমেলায় মানুষের ঢল

|

মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থমেলায় আজ মানুষের ঢল নেমেছ। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই আসতে থাকেন বইমেলায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের আগমন। বিকেল বেলা গ্রন্থমেলা হয়ে উঠে মানুষের সমুদ্র। সবশ্রেণি ও বয়সের মানুষের আগমনে মুখর হয়ে উছে মেলা প্রাঙ্গন।

আজ নতুন প্রকাশিত বইয়ের সংখ্যার পাশাপাশি বেড়েছে বিক্রিও। তবে পাঠকদের পছন্দের তালিকায় এখনো পুরনো লেখকরাই। সন্ধ্যার পর লেখক-পাঠক আর নানা বয়সী মানুষের পদচারণায় মুখর প্রাণের মেলা। ছুটির দিনে পরিবার নিয়েই অনেকে আসেন মেলায়। আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলায় বিক্রিও অন্যদিনের তুলনায় বেশি।

আজ প্রকাশিত হয়েছে ৩০০ বেশি বই। তারপরও এখনও পছন্দের শীর্ষে পুরনো লেখকদের উপন্যাস, গল্প বা কবিতা। এখনও সমান জনপ্রিয় হুমায়ুন আহমেদ। তবে নতুনদের লেখার প্রতিও আছে পাঠকের আগ্রহ।

বাংলা ভাষাভাষী লেখক-পাঠকদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে অমর একুশে গ্রন্থমেলা। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে সেই গৌরব বেড়েছে অনেক।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply