সুপার লিগ বিতর্কের পরও ইউসিএলএর আমন্ত্রণ পেলো তিন ইউরোপিয়ান জায়ান্ট

|

এখনও বিতর্কিত সুপার লিগের সাথে থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইয়্যুভেন্টাসকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে ইউয়েফা।

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দেবার পর ইউয়েফা ও ভক্তদের চাপে ৯ জায়ান্ট ক্লাব সরে গেলেও এখনও নিজেদের অবস্থানে অনড় তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইয়্যুভেন্টাস। এই অবস্থানের কারণে তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়াও শুরু করেছিলো ইউয়েফা। কিন্তু আইনি লড়াইয়ে সুপার লিগের দলগুলো এগিয়ে থাকায় পূর্বের অবস্থান থেরে সরে আসতে বাধ্য হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

তাই অনেকটা বাধ্য হয়েই ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সকল ক্লাবকে চিঠি দিয়েছে ইউয়েফা। তাইতো বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ, বার্সা ও ইয়্যুভেন্টাসকে চিঠি দিতে হয়েছে সংস্থাটির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply