তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান

|

আবারও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে চীন। প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাইওয়ান কর্তৃপক্ষ জানায়, চীনের ২৮টি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ সীমায় ঢুকেছে। যা সম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে পারমানবিক হামলায় সক্ষম জেটও রয়েছে।

ঘটনার ঠিক একদিন আগেই চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।

তাইওয়ানের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক চীনের। দেশটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করে তারা। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় সেখানে আগ্রাসী কার্যক্রম চালায়। চলতি বছরেই দুই দফা আকাশসীমা লঙ্ঘন করেছে চীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply