২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি স্কট

|

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ধনকুবের ম্যাকেঞ্জি স্কট আরও ২৭০ কোটি ডলার দান করলেন। মঙ্গলবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, এই অর্থ কয়েকশ’ দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে।

২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার দান করা অর্থের পরিমাণ ৮৫০ কোটি ডলার।

ম্যাকেঞ্জি লিখেছেন, আমি সম্পদের সুষম বণ্টনে বিশ্বাসী। সমাজের অল্প কয়েকজনের হাতে সেসব কুক্ষিগত না থাকাই ভালো। ২০১৯ সালে, জেফ বেজোসের সাথে তালাকের পর, ম্যাকেঞ্জি অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান। যার মূল্য সাড়ে তিন হাজার কোটি ডলার।

ফোর্বসের মতে, এতো দানের পরও ম্যাকেঞ্জি এখনও বিশ্বের ২২তম ধনী। যার মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ৯৫০ কোটি ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply