মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

|

রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করতে মিয়ানমারকে চাপ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবিক দৃষ্টিকোন থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিষয়টি বাংলাদেশের জন্য বিশাল সমস্যা বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস দেখা করতে এলে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে রোহিঙ্গা সমস্যাকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন এলিস ওয়েলস। বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেয়া হবে না বলে আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply