পরমাণু অস্ত্রের আরও কাছে ইরান

|

পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমা বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অবরোধ সহ অন্যান্য রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই পারমাণবিক অস্ত্র নির্মাণে সাড়ে ছয় কেজি ওয়েপন গ্রেড ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করার কথা ঘোষণা করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মঙ্গলবার দেশটির সরকারের এ ঘোষণার খবর জানিয়েছে

পারমাণবিক অস্ত্র তৈরী করতে ইউরেনিয়াম অন্তত ৯০ শতাংশ সমৃদ্ধ হতে হয়। এখন যার খুব কাছাকাছি অবস্থান করছে ইরান। অপরদিকে বিশ্বের শক্তিধর দেশগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্বের দেশগুলো চায় না ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রধারী হোক। ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করার অর্থ হচ্ছে, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অজর্নের কাছাকাছি পৌঁছে গেছে দেশটি।

পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরত আসাসহ নানা বিষয় নিয়ে ভিয়েনায় আলোচনার মধ্যেই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা বাড়িয়ে দিল।

গত এপ্রিলে ইরানের নাতানজ ভূগর্ভস্থ পারমানবিক জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনায় রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের সাথে ইসরাইলের সরাসরি জড়িত-অভিযোগ প্রথম থেকেই করে আসছে ইরান। এরপরই ওয়েপন গ্রেড ইউরেনিয়াম ৬০ শতাংশে উন্নীত করার করার সিদ্ধান্ত নেয় ইরান ।

২২ মে জাতিসংঘের নজরদারি সংস্থার প্রতিবেদনে জানানো হয়, তেহরান ৬২.৮ কেজি ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত এবং ২.৪ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply