সেনা মোতায়েন চায় ওয়ার্কার্স পার্টি ও জাগপা

|

নির্বাচনের আগে ও পরে মাঠে সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়োজিত রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই প্রস্তাব দেন দলটির নেতারা।

সংলাপ শেষে সাংবাদিকদের দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তফসিলের পরে তদারকির ক্ষেত্রে সরকারের ভুমিকা পালন কমিশনকে পালন করতে হবে। এজন্য পরের নির্বাচিত সরকারের কাছে জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে।

‘না’ ভোটের বিধান রাখার পক্ষে ওয়ার্কার্স পার্টি। আর কালো টাকা রুখতে নির্বাচনী ব্যয় পাঁচ লাখে সীমাবদ্ধ রাখার প্রস্তাব তাদের।

এদিকে বিকালে কমিশনের সাথে সংলাপে অংশ নেয় জাতীয় গণতন্ত্রিক পার্টি- জাগপা। বিচারিক ক্ষমতাসহ ভোটের ৩০ দিন আগে সেনা মোতায়েনের দাবি তাদের।

নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যমকে বাধা না দেয়ার দাবিও জানিয়েছেন জাগপা নেতারা। দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় দলটি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply