অপোর সাথে মিলে গেলো ওয়ানপ্লাস

|

শেষমেষ অপোর সাথে মিলে গেল ওয়ানপ্লাস। গেজেট ৩৬০ এর এক সংবাদে এই তথ্য উঠে এসেছে।

সংবাদে বলা হয়েছে, একটি প্রযুক্তি ফোরামে ওয়ানপ্লাসের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা পিট লাউ জানিয়েছেন, ওয়ান প্লাস সিদ্ধান্ত নিয়েছে তারা এখন থেকে অপোর সাথে এক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তবে ব্র্যান্ড হিসেবে তারা আলাদা-আলাদা স্মার্টফোন বাজারে আনবে।

লাউ আরও জানিয়েছেন, এই মেলবন্ধনের ফলে অপোর সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় ওয়ানপ্লাস আরও বেশি ভালো পণ্য ক্রেতাদের জন্য বাজারে আনতে পারবে। অপোর সাথে এক হয়ে কাজ করায় ওয়ান প্লাসের পুরনো মডেল ব্যবহারকারীরা নতুন মডেলে আসা সফটওয়্যার আপডেটগুলোও দ্রুত পাবেন বলেও জানান তিনি। এতে মোবাইলগুলো আরও দ্রুত কাজ করবে।

ওয়ানপ্লাস এবং অপো এই দুই মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানই চীনা প্রতিষ্ঠান বিবিকে ইলেকট্রনিক্সের মালিকানাধীন। যারা ভিভো ও রিয়েলমির মতো ফোনও তৈরি করে থাকে। এসব প্রতিষ্ঠান আগে থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় শেয়ার করে আসছিলো। .

এমন এক সময়ে এই ঘোষণা আসলো যখন ওয়ানপ্লাস তাদের বাজার কাঁপানো মোবাইল সেট ওয়ানপ্লাস নর্ড সি ই বাজারে এনেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply