বাংলাদেশকে জাপানের মতো ভূমিকম্প সহনশীল করার প্রক্রিয়া শুরু হয়েছে: দুর্যোগ প্রতিমন্ত্রী

|

সিলেট ব্যুরো:

বাংলাদেশকে জাপানের মতো ভূমিকম্প সহনশীল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেছেন, সিলেটে এখন থেকে নতুন ভবন নির্মাণের আগে ভূমিকম্প সহনশীল কিনা তা যাচাই বাছাই করেই নির্মাণের অনুমতি দেয়া হবে। আর এরই মধ্যে নির্মিত ভবনগুলোকেও ভূমিকম্প সহনশীল করতে সংস্কার করা হবে, প্রয়োজনে এতে আর্থিক সহায়তা দেবে সরকার।

উল্লেখ্য, ঘনঘন ভূমিকম্পের পর প্রথমবারের মতো সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply