সাতক্ষীরায় বিশ্বশান্তি ও সম্প্রীতি রক্ষায় ৭৩ হাত দীর্ঘ মূর্তি

|

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে গতকাল বুধবার থেকে তিন দিন ব্যাপী বিশ্ব শান্তি ও সকল মানব জাতির মঙ্গল কামনায় শুরু হয়েছে তিন দিনব্যাপি শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ বিশ্বরূপ পূজা। এই পূজার মূল আকর্ষণ ৭৩ হাত উচ্চতার লম্বা কৃষ্ণ মূর্তি।

স্থানীয় বাসীন্দারা জানান, তালবাড়িয়া গ্রামের কালীপদ মন্ডলের পুত্র অর্জুন কুমার মন্ডল ব্যক্তিগত উদ্যোগে এলাকার শান্তি সম্প্রীতি অটুট রাখার মনোকামনা নিয়ে এই পূজার আয়োজন করেছেন। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুজা চলবে। একমাস ধরে এই মূর্তিটি নির্মাণ করছেন ভাঙ্কর সুশান্ত, কৃষ্ণপদ, আনন্দ, অনিল ।

পূজার উদ্যোক্তা অর্জুন মন্ডল জানান, এর আগেও তিনি ২২ হাত, ৫০ হাত লম্বা মূর্তি তৈরি করে একাধিক পূজার আয়োজন করেছেন। ব্যাতিক্রমী এই পূজার লম্বা মূর্তি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এই গ্রামে কয়েক হাজার দর্শনার্থী এসেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply