অস্ত্রবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

|

অস্ত্রবিরতি উপেক্ষা করে গাজায় আবারও বিমান হামলা চালালো ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) হামাসের ঘাঁটিসহ একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ফেলা হয় বোমা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের দাবি, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নিয়মিত বেলুন বোমা ছোড়ার জবাবেই এ হামলা চালিয়েছে তারা। এছাড়া ভারি মেশিনগান দিয়েও ইসরায়েলের দিকে গুলি ছোড়ে হামাস।

হামলার নিন্দা জানিয়ে হামাস জানায়, নতুন ইসরায়েলি সরকারের আগ্রাসী আচরণের প্রমাণ দিলো এ হামলার ঘটনা।

ইসরায়েলের পার্লামেন্টে গত রোববার প্রধামন্ত্রী হিসেবে অনুমোদন দেয়া হয় নাফতালি বেনেটকে। গত মে মাসেই ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে ৬৬ শিশুসহ প্রাণ যায় ২৫৭ ফিলিস্তিনির।

অস্ত্রবিরতি চুক্তির পর এই নিয়ে ২য় বারের মতো উপত্যকায় হামলা চালালো তেল আবিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply