বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালিয়েছে: বিএনপি

|

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ছাত্রদলের সভায় বিনা উসকানিতে পুলিশ প্রথমে বাধা এবং পরবর্তীতে জোরপূর্বক সভা বন্ধ করে দিয়ে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার (১৮ জুন) বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।

বৃহস্পতিবার (১৭ জুন) চরকালিবাড়িতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভায় ছাত্রদল-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উত্তর জেলা বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি।

সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ২০ নেতাকর্মী আহত ও ১৭ জন গুলিবিদ্ধ হয় বলে দাবি করা হয়। পাশাপাশি ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং ২৮টি মোটরসাইকেল তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীদের মুক্তি ও কাউকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

এদিকে, বিস্ফোরক আইনে এবং পুলিশের কাজে বাধা ও হামলার অপরাধে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫শ ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply