ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে খুন করে ছেলের মামলায় গ্রেফতার স্বামী

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত বুধবার নিখলি গ্রামের হানিফ মিয়া (৬৫) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মর্জিনা বেগমকে (৫৫) শাবল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মর্জিনা বেগমকে নরসিংদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত মর্জিনার ছেলে আবুল বশর বাদি হয়ে নবীনগর থানায় একটি মামলা করেছেন।

এই ঘটনার পর থেকে হানিফ মিয়া পলাতক ছিলেন, শুক্রবার সকালে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, মামুনুর রশিদ ও খলিলুর রহমান অভিযান চালিয়ে সলিমগঞ্জ-বাঞ্ছারামপুর সিমান্ত থেকে হানিফ মিয়াকে গ্রেফতার করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান হানিফ মিয়া কোথাও আশ্রয় না পেয়ে বিভিন্ন বন-জঙ্গলে ঘোরাফেরা করছিল, শুক্রবার সকাল দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে নবীনগরের পশ্চিম সী মান্ত সলিমগঞ্জ গুদারাঘাট থেকে তাকে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাকে শীঘ্রই জেল হাজতে পাঠানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply