টঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করলেন ক্রীড়ামন্ত্রী

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘরবাড়ি, ঝুটের গোডাউন ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় চুড়িফ্যাক্টরি মহল্লায় শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পাশেই অলিম্পিয়া বর্জিত তুলা গোডাউন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়। এতে, দুই শতাধিক বস্তিবাসী নিঃস্ব হয়ে পড়ে। যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল দুপুরে বস্তি পরিদর্শন করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে চাল, ডাল, তেল, কাপড় ও নগদ অর্থ প্রদান করেন। এসময় ক্রীড়ামন্ত্রী বস্তির ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করে দেওয়ার আশ্বাস দেন।

পরে গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্তমর্তা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply