ডাক্তার-নার্সদের ৪০ কোটি টাকা হোটেল বিল পরিশোধ করেনি মন্ত্রণালয়!

|

ডাক্তার-নার্সদের ৪০ কোটি টাকা হোটেল বিল পরিশোধ করেনি মন্ত্রণালয়!

করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্সদের হোটেলের বকেয়া বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করছেন হোটেল মালিকরা। সোমবার সকালে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হোটেল মালিকরা বলেন, ৩০টি হোটেলের প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে। গত বছর একটি বিল পরিশোধ হলেও পরের তিনটি বিল এখনও বাকি। বিল বকেয়া থাকায় বিপাকে পড়েছেন হোটেল মালিকরা। আগামী ৩০ জুনের মধ্যে বিল পরিশোধের দাবি জানান তারা।

মানববন্ধনে স্বাস্থ্যকর্মীদের হোটেলে রাখায় ধন্যবাদ জানান ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। জানান, মন্ত্রণালয়ে বিল জমা দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই বিল পরিশোধের আশ্বাস দেন তিনি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply