প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে নারাজ নেতানিয়াহু!

|

ক্ষমতা হারানোর পরও জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, এ বিরোধী দলীয় নেতা কয়েক সপ্তাহের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনটিতে বলা হয়, ক্ষমতা হারানোর এক সপ্তাহ পরও প্রধানমন্ত্রীর মতো করেই সরকারি বাসভবন ব্যবহার করছেন নেতানিয়াহু। তবে বেনেটের সঙ্গে সমঝোতায় বাসভবন ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে নিজস্ব প্রয়োজনে বৈঠক না করার বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন।

এছাড়াও জানানো হয়, গত সপ্তাহেই আগামী ১৪ দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার আহ্বান জানান নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শেষ পর্যন্ত শনিবার বেনেটের সঙ্গে বাসভবন ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয় নেতানিয়াহুর।

তবে আগামী ১০ জুলাইয়ের মধ্যে ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, সাবেক হওয়ার পরও প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই আলোচনায় এসেছেন নেতানিয়াহু। তখন তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়। পরে তিনি আসনটি ত্যাগ করে নিজ নির্ধারিত আসনে বসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply