আমরা এতো নিচু মানসিকতার নই; ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না- ভারতীয় সংবাদপত্র দৈনিক আনন্দবাজারে এমন শিরোনামে খবর প্রকাশ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা এত নিচু মানসিকতার নই।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কলকাতার আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে বসে রয়েছেন। সময় পেরিয়ে গেছে। ভারত বলছে, আপাতত ভ্যাকসিনের আর একটি ডোজও পাঠানো সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই ভারতে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের। তা সত্ত্বেও গত বছর জামাইষষ্ঠীর সময়ে পশ্চিমবঙ্গে দু’হাজার টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল বর্তমান সরকার। কিন্তু এ বছর পশ্চিমবঙ্গের পাতে পড়েনি পদ্মার ইলিশ।

অবশ্য ভারতের বিশেষজ্ঞদের বরাতে পত্রিকাটি এইও লিখেছে, এমন সরলীকরণ করাটাও ঠিক হবে না যে প্রতিশ্রুত টিকা পাঠানো হয়নি বলেই ইলিশ রফতানি বন্ধ থাকলো। কিন্তু এটাও ঠিক দু’পক্ষের সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে গেছে, ইলিশ-কূটনীতির আবহাওয়াটাই আর নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply