আরও একটি জেলার নিয়ন্ত্রণ নিলো তালেবানরা

|

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব শহর দখল করেছে তালেবানরা। সোমবার (২১ জুন) সশস্ত্র সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন এ তথ্য নিশ্চিত করেন।

আফগান তালেবানদের অন্যতম সহযোগী সশস্ত্র এই সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন নিজস্ব সংবাদ মাধ্যমে প্রকাশ করেন এ বিবৃতি। এই তালেবান মুখপাত্র বলেন, টানা ৩ দিনের সংঘাত শেষে এসেছে কাঙ্ক্ষিত বিজয়। ইতোমধ্যে প্রশাসনিক কার্যালয়, পুলিশের হেডকোয়ার্টার দখলে নিয়েছি আমরা।

তাজিকিস্তানের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই জেলা দখলকে বড় জয় মনে করছে তালেবানরা। তাদের পরিচালিত অভিযানে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় এলাকা ছাড়ছেন স্থানীয়রা। গত মে মাসের শুরু থেকেই আফগানিস্তানের বেশ কিছু জেলার নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানরা। আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে বাড়তে শুরু করেছে এই গোষ্ঠীটির দৌরাত্ম্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply